• Breaking News

    jytfjtfhrtgrtgergt

    Monday, January 18, 2016

    মাত্র একটি সফটওয়্যার দিয়ে কম্পিউটারে ৮০টির ও বেশী ফাইল ওপেন করুন

    বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফাইল রান করে থাকি এতে অধিকাংশ ক্ষেত্রে ই আমাদেরকে ওই ফাইল সাপোর্টের সফ্টওয়ার ব্যবহার করতে হয়। আর যদি সাপোর্ট অনুযায়ী সফ্টওয়্যারিট না ইন্সটল করি তাহলে ফাইটি ওপেন কিংবা রান করতে পারবো না।
    যেমন- কোন FLV ফরমেটের ফাইল রান করতে Flash Player ইন্সটল করা দরকার, আবার PDF ফরমেটের ফাইল রান করার জন্য PDF Reader সফ্টওয়্যারটি ইন্সটল করা দরকার হবে। আজকে আমি এমন একটি ফ্রী সফ্টওয়্যার নিয়ে আলোচনা করবো যা দিয়ে কিনা অগনিত ফরম্যাটের ফাইল ওপেন কিংবা রান করানো যাবে নির্দিধায়।
    তাহলে কি আর এক একটা ফাইল ওপেরে জন্য আলাদা আলাদা সফ্টওয়্যার এর দরকার আছে ?
    কোন দরকার নাই; কারন এটা দিয়ে যেসব ফাইল ওপেন করতে পারবেন তার লিষ্ট নিচে দেওয়া হলো :
    Microsoft® Word Documents (.doc, .docx)
    Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
    Web Pages (.htm, .html)
    Photoshop Documents (.psd)
    Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
    XML Files (.resx, .xml)
    PowerPoint® Presentations (.ppt, .pptx, .pps)
    Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
    SRT Subtitles (.srt)
    RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
    Icons (.ico)
    Open XML Paper (.xps)
    Torrent (.torrent)
    Flash Animation (.swf)
    Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
    Rich Text Format (.rtf)
    Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
    Apple Pages (.pages)
    Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)
    Comma-Delimited (.csv)
    Outlook Messages (.msg)
    PDF Documents (.pdf)
    vCard Files (.vcf)
    EML Files (.eml)
    আরো অনেক ধরনের ফাইল ওপেন করা যাবে মাত্র ২৫ মেগাবাইটের এই ফ্রী সফ্টওয়্যারটি দিয়ে।
    আগেই বলে নেই এটা চালানোর জন্য অবশ্যই কম্পিউটারে ডট নেট ফ্রেমওয়ার্ক আপডেট থাকতে হবে।
    ডাউনলোড লিংক >>ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।
    তো এখন যারা এই সফ্টওয়্যারটি ডাউনলোড ও ইন্সটল করলেন আশাকরি সকলের ই প্রয়োজনীয় ফাইল সমূহ সাপোটিং সফ্টওয়‌্যার ছাড়া ই চালাতে পারছেন।

    No comments:

    Post a Comment

    Thank you

    Fashion

    Beauty

    Travel